
নিউজ ডেক্সঃ
বিশ্বঅলি শাহানশাহ্ হযরত শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৫তম খোশরোজ শরিফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, চরলক্ষ্যা ০৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক কার্যক্রমের অংশ বিশেষ একটি গরীব ও অসহায় কন্যার বিবাহ অনুষ্ঠান ১০ ডিসেম্বর ২০২৩ইং কর্ণফুলী উপজেলা ক্রসিং হক কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী উপস্থিতিতে এলাকার জনপ্রতিনিধি ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর নেতৃবৃন্দ কন্যা পাত্রস্থ করা হয়। মূলত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর ম্যানেজিং ট্রাস্টি রাহবারে আলম সৈয়দ হাসান মাইজভাণ্ডারী অনুপ্রেরণায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে গরীব অসহায় দুঃস্থ মানুষের পাশে থাকার যে মিশন তারই ধারাবাহিকতায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, দেশ ও বিদেশে বিভিন্ন শাখা সমূহ নানাবিদ কর্মকান্ড করে যাচ্ছে। এই বিবাহ সেই কর্মকাণ্ডের একটি অংশ বিশেষ। এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কালাম আবু, কেন্দ্রিয় পর্ষদ এর সদস্য নাসির উদ্দিন, সংযুক্ত আরব আমিরাত বিএম শাখার আহবায়ক আবুল হাসেম, আনোয়ারা ও কর্ণফুলির সমন্বয়কারী আবদুর রহিম, মঞ্জুরুল আলম, পটিয়া সমন্বয়কারী জাফরুল ইসলাম, জয়নাল আবেদিন আংকুর, বোয়ালখালীর সমন্বয়কারী আরেফিন রিয়াদ, চরলক্ষ্যা ৯নং ওয়ার্ড শাখার উপদেষ্টা নুরুল ইসলাম, সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক আলী আকবর, সহ-সভাপতি মোহাম্মদ ওসমান, সাংগঠনিক সম্পাদক আবু সৈয়দ, অর্থ সম্পাদক ইমরান হোসেন, কোলাগাঁও শাখার সাধারণ সম্পাদক শফিউল আযম, জুলদা ৭নং ওয়ার্ড শাখার সভাপতি মহিউদ্দিন ও সাদ্দাম সহ বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বিশ্বাস করে এরকম মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অন্যরা উদ্বুদ্ধ হয়ে সামাজিক কার্যক্রমে এগিয়ে আসবে।
