
তাপস কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮-৯ জনের সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪ লাখ টাকা ও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালংকারসহ সর্বস্ব লুট করে নিয়ে গেছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মাদকাঠি গ্রামের অনিমা জুয়েলার্সের মালিক নিত্যানন্দ মন্ডলের বাড়িতে।ভুক্তভোগী নিত্যানন্দ মন্ডল জানান, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফেরেন। গভীর রাতে ডাকাত দল প্রথমে বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এসময় বারান্দায় ঘুমিয়ে থাকা নয়ন রাজাকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সবাইকে ঘুম থেকে ডেকে তোলে। পরে দরজা খুলে ঘরে প্রবেশ করলে পুরো পরিবারকে একটি কক্ষে আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।তিনি আরও জানান, আলমারিতে রাখা ৪ লাখ টাকা, সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার ছাড়াও স্ত্রী ও কন্যার গলার হার ও চেন ডাকাতরা নিয়ে গেছে। পাশাপাশি পাশের গ্রামের জামালের ছেলে মনসুরের বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজে ঘটনার কিছু অংশ পাওয়া যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা জানান, ঘটনার পর দুই দিন অতিক্রম হলেও ভুক্তভোগী পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।