২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজারহাটে বিদ্যালয়ের মাঠ দখল করে আশ্রয়কেন্দ্র নির্মাণে শিক্ষার্থী-শিক্ষকদের মানববন্ধন

রতন রায় রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্যার্থদের আশ্রয়কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। শিক্ষার্থী স্থানীয়রা দাবি জানান, বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি দখল করে আশ্রয়কেন্দ্র নির্মাণ করলে শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এর ফলে শিক্ষার্থীরা খেলাধুলার পরিবর্তে মোবাইল গেম, অলনাইন জুয়া ও নেশার দিকে ঝুঁকে পড়বে, যা তাদের মানসিক ও শারীরিক বিকাশের ব্যাঘাত ঘটবে। মানববন্ধনে সুখদেব বালিকা বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় আইনজীবী, শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আইনজীবী রায়হানুল ইসলাম কানন, শিক্ষক মনিবুল হক বসুনিয়া। সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক।আইনজীবী রায়হানুল ইসলাম কানন বলেন,“বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ দখল করে ভবন নির্মাণ করা হলে তারা খেলাধুলার সুযোগ হারাবে। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য অপরিহার্য। তাই মাঠ রক্ষায় সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।শিক্ষক মনিবুল হক বসুনিয়া বলেন“বিদ্যালয়ের মাঠ শুধু শিক্ষার্থীদের নয়, এলাকার মানুষেরও প্রাণের দাবি। মাঠ দখল করে ভবন নির্মাণ করা হলে ক্রীড়া ও সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। তাই বিকল্প স্থানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হউক। “মানববন্ধনে বক্তারা আরও বলেন, “বন্যা কবলিত মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র করা হউক , তবে তা শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিসর্জন দিয়ে নয়। সরকার বিকল্প কোনো জায়গায় এই আশ্রয়কেন্দ্র নির্মাণ করুক।মানববন্ধনে শিক্ষার্থী রাধা রানি, আয়েশা সিদ্দিকা, লামিয়া সুলতানা তিশা, শিক্ষার্থী শাপলা, ও মুহিতা ইসলাম, তুষার প্রমুখ বক্তব্য রাখেন। তারা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে তাদের কাজদ্রুত বন্ধ করার জোরালো দাবি জানান।মানববন্ধন কর্মসূচি শেষে , শিক্ষার্থী ও স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলে শিক্ষার্থীরা ‘খেলার মাঠ বাঁচাও, শিক্ষার পরিবেশ বাঁচাও’ আশ্রয়কেন্দ্র চাই, কিন্তু মাঠ দখল করে নয়’ ইত্যাদি স্লোগান দেন।মানববন্ধন কর্মসূচি শেষে -কুড়িগ্রাম জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি, অনুলিপি : উপজেলা নির্বাহী অফিসার, রাজারহাট, কুড়িগ্রাম। উপজেলা প্রকৌশলী, রাজারহাট, কুড়িগ্রাম। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, রাজারহাট, কুড়িগ্রাম,স্মারকলিপি প্রদান করেন।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন