২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে মেয়র ডা.শাহাদাত হোসেন সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই

নিজস্ব প্রতিবেদনঃ
সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সবাইকে সাথে নিয়ে চট্টগ্রামকে ক্লিন, গ্রীন, হেলদি ও সেফ সিটি গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। তিনি গতকাল শনিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, সমাজ পরিবর্তনের জন্য আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সৎ মানুষদের লালন করতে হবে। সেফ সিটি মানে এমন এক শহর, যেখানে সব ধর্মের, সব বর্ণের, সব রাজনৈতিক মতের মানুষ নিরাপদে বসবাস করতে পারে। এখানে কারো প্রতি হিংসা, বিদ্বেষ বা সহিংসতার কোনো স্থান থাকবে না। সাম্য আর সমপ্রীতির মাধ্যমে আমরা সেই চট্টগ্রাম গড়ে তুলতে পারব।অনুষ্ঠানে সাবেক এমপি রুমিন ফারহানা বলেন, দুঃখজনক ভাবে গত ১৫ বছরের শাসনামলে সনাতন ধর্মাবলম্বীরা নানা নির্যাতনের শিকার হয়েছেন। আমি দলীয় নির্দেশনায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে ছুটে গেছি নাসিরনগরে, কলমাকান্দায়, বানরীপড়ায়, ঠাকুরগাঁয়ে, কুমিল্লাতে,যশোরে অভয়নগরে। কারণ আমরা চাই বাংলাদেশ হোক অসামপ্রদায়িক, সহনশীল ও সবার দেশ।প্রকৌশলী প্রবাল রক্ষিতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী ভারতীয় হাই কমিশনার ড. রাজীব রঞ্জন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, চসিক সচিব আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার আলমগীর হোসেন, সাবেক কাউন্সিলর ইসমাঈল বালি, চসিক পূজা উদযাপন কমিটির সভাপতি আশুতোষ দে, সাধারণ সম্পাদক প্রকৌশলী সৌমনাথ দাশ গুপ্ত, অধ্যক্ষ আবু তালেব বেলাল,সৌরভ প্রিয় পাল,বিপ্লব কুমার চৌধুরী, রতন চৌধুরী টিংকু কুমার ভৌমিক, রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ,বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি নাথ প্রমুখ।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন