২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদরাসা ছাত্রকে যৌন নিপীড়নের দায়ে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড

পলাশ কান্তি নাথঃ
লোহাগাড়ায় এক মাদরাসা ছাত্রকে যৌন নিপীড়নের ঘটনায় দায়ের করা মামলায় ওই মাদরাসার মো. রিয়াদ উদ্দিন (২৩) নামে একজন শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার (২৭ আগস্ট) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এই আদেশ দেন। দণ্ডিত মো. রিয়াদ উদ্দিন, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান গ্রামের আহমদ কবিরের ছেলে। ট্রাইব্যুনাল সূত্র জানা যায়, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর মা মাদরাসায় ছেলেকে দেখতে যান। তখন শিশুটি তার মাকে জানায় আগের রাতে শিক্ষক মো. রিয়াদ উদ্দিন তাকে যৌন নিপীড়ন করেছে। ভিকটিম শিশুটি (৯) ঘটনার তিন মাস আগে ওই মাদরাসায় হিফজ শাখার শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়। আবাসিক শিক্ষার্থী হিসেবে ছাত্রটি মাদরাসায় থাকতো। ওই ঘটনা জানাজানি হলে স্থানীয়রা মাদরাসা ঘেরাও করে শিক্ষক মো. রিয়াদ উদ্দিনকে আটকে রাখে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াদ উদ্দিনকে আটক করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে ২০২২ সালের ৩০ নভেম্বর ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেয়। ২০২৩ সালের ৯ অক্টোবর আদালতে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।ট্রাইব্যুনালের পিপি মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বাংলানিউজকে বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদরাসা শিক্ষক রিয়াদ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের সময় দণ্ডিত মো. রিয়াদ উদ্দিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন