২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে দলবেঁধে ভিক্ষার আড়ালে চুরি, স্বর্ণ ও ৪ লাখ টাকাসহ নারী গ্রেফতার

শিমুল কুমার নাথঃ

চট্টগ্রামের লোহাগাড়া বিভিন্ন স্টেশনে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন এক নারী। ভিক্ষার পাশাপাশি কৌশলে করতেন চুরি। তবে শেষরক্ষা হলো না তার, চোরাই স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ টাকাসহ পুলিশের হাতে ধরা পড়েন তিনি।আটক নারীর নাম তসলিমা আকতার (৩৫)। তিনি সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। তিনি ওই এলাকায় বাদশার বাপের বাড়ির ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে।সোমবার (২৫ আগস্ট) মধ্যরাত ২টায় ভাড়া বাসা থেকে তসলিমাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১আগস্ট উপজেলার কলাউজান ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড) হিন্দুর হাট এলাকার প্রবাসী হাফেজ আহমদের স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি (২৪) ও পরিবারের লোকজন কক্সবাজারের চকরিয়া এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য লোহাগাড়ার আমিরাবাদ স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করেন। ওই সময় অজ্ঞাতনামা কয়জন ভিক্ষুক তাদের কাছে সাহায্য চায়। এর ফাকে ভিক্ষুকদের একজন প্রবাসীর স্ত্রীর রাফির সঙ্গে থাকা পরিবারের এক নারীকে উস্কানিমূলক কথা বলে ক্ষেপিয়ে দেন। এতে ভিক্ষুকের সঙ্গে ওই মহিলার কথা কাটাকাটি হয়। ওই সময় প্রবাসীর স্ত্রী রাফি তাদের কাটাকাটি সমাধান করতে চেষ্টা করেন। এর কোনো এক ফাঁকে তসলিমা সুকৌশলে ওই নারীর কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে প্রায় ২ভরি ওজনের স্বর্ণ (২জোড়া কানের দুল, ১টি আংটি) নিয়ে চম্পট দেন।পরে অনেক খোঁজাখুঁজি করেও ওই ভিক্ষুককে পাওয়া যায়নি। গত ২৫ আগস্ট ভুক্তোভোগী প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি অজ্ঞাত চোরদের আসামি করে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পরই চোরকে শনাক্ত করতে কাজ শুরু করে লোহাগাড়া থানা পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ভিক্ষুক তসলিমাকে শনাক্ত করা হয়। এরপর সোমবার (২৫ আগস্ট) মধ্যরাত ২টায় কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় বাদশার বাপের বাড়ির ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর মামলার পর সিসিটিভি ফুটেজ দেখে তসলিমাকে আটক করা হয়। তার তথ্যমতে, বাসা থেকে নগদ চার লাখ ৫১ হাজার টাকা এবং তিনি ভরি এগারো আনা, দুই রত্তি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যার মধ্যে ৫টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের চেইন, ৪ জোড়া স্বর্ণের কানের দুল ও ২টি নাকফুল রয়েছে। এসব স্বর্ণালঙ্কারের মধ্যে একজোড়া কানের দুল এবং একটি আংটি প্রবাসীর স্ত্রী বলে তিনি শনাক্ত করা হয়।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন