
তাপস কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক,রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা -২০২৫ এর দ্বিতীয় দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহযোগিতায় প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা “পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতির বিস্তারের মূল কারণ” শীর্ষক বিষয়ে বিতর্কে অংশগ্রহণ করে।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী অহনা দাসের অকাল মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা আবু রায়হান এবং সহকারী শিক্ষক শামীম উর রহমান প্রমুখ।বিতর্ক প্রতিযোগিতায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বিষ্ণুপুর পি.কে.এম মাধ্যমিক বিদ্যালয়কে, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় দক্ষিণ শ্রীপুর কে.এম.এল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে, ডাক্তার মজিব রুবি মাধ্যমিক বিদ্যালয় রতনপুর তারকনাথ বিদ্যাপীঠকে এবং সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়।বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকীর আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ইলা দেবী মল্লিক এবং রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রভাষক সোমা বিশ্বাস। মডারেটরের দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু এবং সময় নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন কমিটির সদস্য কণিকা সরকার।অনুষ্ঠানে অংশ নেন আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। আগামী ২৭ আগস্ট সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম রাউন্ডের বিজয়ী আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।