
তাপস কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি ভেজাল বা পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে এ অভিযান চালানো হয়।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রকাশ্যে এবং বিভিন্ন ডিপো বা গোপন স্থানে দীর্ঘদিন ধরে চিংড়িতে অপদ্রব্য পুশ করা হচ্ছিল। খবর পেয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিনহাজুল ইসলামের নেতৃত্বে এবং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে ফতেপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ কেজি পুশকৃত বাগদা চিংড়ি উদ্ধার করা হয়।তবে মূল হোতা চিংড়ি ব্যবসায়ী চাচাই গ্রামের আলমগীর হোসেন আগেই খবর পেয়ে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত চিংড়ি স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা যায়, এ চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলা মৎস্য অফিসের কিছু প্রভাবশালী কর্মকর্তাকে ম্যানেজ ও মাসোয়ারা দিয়ে এই ভেজাল কারবার চালিয়ে আসছিল।
