২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় বাগীশিকের অভিষেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জগদীশ দেবনাথ পূজন রাঙ্গামাটি পার্বত্য জেলাঃ

২৩ জুলাই ২০২৫ ইং শুক্রবার রাঙ্গুনিয়া পৌরসভাস্থ শ্রী শ্রী নারায়ণ ও দুর্গা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) রাঙ্গুনিয়া উপজেলা সংসদের নতুন কার্যকরী পরিষদ (২০২৫-২০২৮) এর অভিষেক, সম্মাননা স্মারক প্রদান এবং বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা ২০২৪-এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সভাপতি ডা. শ্রী রূপন কান্তি শীল এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন  সাধারণ সম্পাদক শ্রী বাদল কান্তি নাথ। শ্রী শুভরাজ আচার্য্য ও কিশোর কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানের আশীর্বাদক ছিলেন স্বামী গুরুকৃপানন্দ ব্রহ্মচারী মহারাজ।মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলিত করেন পন্ডিত শ্রী রুপন চক্রবর্তী।উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা অধ্যাপিকা শ্রীমতি কৃষ্ণা দাশ।প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা লায়ন দিলীপ কুমার শীল। শপথ বাক্য পাঠ করান বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশিষ চৌধুরী। মহান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি বিশ্বজিৎ রায় চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রীমতি বৃষ্টি বৈদ্য। উত্তর জেলা সংসদের সিঃ সহ সভাপতি শিবু কুমার দাশ।প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন শ্রীবাসু চৌধুরী।আলোকিত অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সহ সম্পাদক শ্রী নিকু শীল, শ্রী সমীর মহাজন। আলোকিত অতিথি ছিলেন অধ্যাপক শ্রী অসিম কুমার শীল, শ্রী ঝিন্টু শীল, শ্রী সুখেন্দ বিকাশ শীল, শ্রী অসীম বরণ সেন, শ্রী ত্রিদীপ সাহা, ছোটন দাশ, সুভাষ চক্রবর্তী, কৃষ্ণ আচার্য্য, সুমি দে, পুলক ভট্টাচার্য্য, ডাঃ বিভুতি রঞ্জন মহাজন, ঝুলন দত্ত, রনী সাহা, ডাঃ মুকুল চন্দ্র দেবনাথ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী বাদল কান্তি নাথ, সিঃ সহ সভাপতি শ্রী মিল্টন চক্রবর্তী প্রমুখ ।দীর্ঘদিন ধরে “শ্রীশ্রী গীতার আলো ঘরে ঘরে ছড়াও” এই স্লোগানকে সামনে রেখে বাগীশিক সমাজে নৈতিকতা, আধ্যাত্মিক জাগরণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ ও সুধীজনের উপস্থিতি ছিল।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন