১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে কালিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

তাপস কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
গাজীপুর জেলার “প্রতিদিনের কাগজ” পত্রিকার স্টাফ রিপোর্টার ও সহকর্মী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে দিবালোকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে সাংবাদিক মহলে। সারা দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চয়তার দাবিতে কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সমাজের সচেতন ব্যক্তিবর্গ।বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং মৃত্যুদণ্ডের দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন