১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

গঙ্গাচড়ায় বার্ষিক শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে বার্ষিক শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত্ব। উপজেলা মাল্টিপারপাস হলরুমে বুধবার অনুষ্ঠিত সমাবেশে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অপারেশনের ডিপুটি ডিরেক্টর জেনী মিলড্রেট ডি ক্রশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিশু ও যুবদের গুরুত্ব অপরিসীম, কেননা আগামী দিনে তারাই সমাজ ও দেশের দায়িত্ববান নাগরিক হয়ে উঠবে এবং শিশুদের ভবিষ্যৎ এবং যুব সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সমাবেশের মাধ্যমে শিশু ও যুবাদের মধ্যে মানসিক, সামাজিক, নেতৃত্ব এবং সৃজনশীলতা বিকাশ ঘটবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অপারেশনের ডিপুটি ডিরেক্টর জেনী মিলড্রেট ডি ক্রশ বলেন, শিশু ও যুব সমাবেশের মাধ্যমে শিশু ও যুবারা বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করে এবং তাদের সমাধান খোঁজার চেষ্টা করে ফলশ্রতিতে শিশু ও যুবাদের মধ্যে নেতৃত্ব, উদ্ভাবনী ক্ষমতা এবং সামাজিক দায়িত্ববোধের বিকাশ ঘটে।আমার জীবন, আমার স্বপ্ন’ এ স্লোগানের আলোকে শিশু ও যুব ফোরামের সদস্যদের পরিবেশনায় নৃত্য, সংগীত ও অভিনয় পরিবেশন করা হয়।। অনুষ্ঠানস্থলের দেয়ালে দেয়ালে প্রর্দশিত হয় শিশু ও যুবাদের বিভিন্ন কার্যক্রম ও তথ্য সম্বলিত দেয়াল পত্রিকা ।
যুব ও শিশু সমাবেশে শিশু ও যুবারা তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা এবং বিভিন্ন ধারণা বিনিময়ের একে অপরের সাথে অভিজ্ঞতা ভাগ করে নেয়, যা তাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে সাহায্য করে এবং সামাজিক বন্ধন তৈরি করে। সমাবেশে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: আল এমরান, উপজেলা সমাজে সেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মো: আবতাবুজামান চয়ন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম, স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা কর্মকর্তা এপোলো দাস, প্রোগ্রাম অফিসার খ্রিষ্টিনা ক্রশ, ফারুক হোসাইন, গ্লোরিয়া রোজারিও, ইশী বাড়ই, মনিকা রায় ও জনী নকরেকসহ সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবর্গ, শিশু ও যুব প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, বিভিন্নি এনজিও’র প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন