১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে গঙ্গাচড়ায় মানববন্ধন

রংপুর( গঙ্গাচড়া) প্রতিনিধিঃ

গাজীপুরে ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং ‘দৈনিক বাংলাদেশের আলো’ পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন-কে সন্ত্রাসী কায়দায় রাস্তার পাশে ফেলে ইট দিয়ে পা থেঁতলে দিয়ে শরীরের উপর নৃত্য করার মত ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান নির্যাতন-নিপীড়ন, হুমকির বিরুদ্ধে গঙ্গাচড়া উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ও সচেতন মহলের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি সাজু আহম্মেদ লাল এর সভাপতিত্বে ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী রায়হান সিরাজী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজীব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারী ইউনুস আলী, নাগরিক পার্টির উপজেলার প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামান চৌধুরী, রংপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী শফিকুল ইসলাম চাঁদ, বকসা বৃদ্ধাশ্রমের পরিচালক রেজাউল করিম, দৈনিক আখিরার গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি জাকিরুল ইসলাম মন্টু, নিউজ ২৪ ও সংবাদের প্রতিনিধি সুজন আহমেদ, রাজধানী টিভির রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুল, খোলা কাগজ ও আমাদের প্রতিদিন এর নিজস্ব প্রতিবেদক নির্মল রায়, মানবজমিন প্রতিনিধি আব্দুল বারী স্বপন, ভোরের ডাক প্রতিনিধি সবুজ মিয়া প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারাদেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন