২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

তাপস কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় সারাদেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও জনসচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তব্য অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয়ের জহুরুল হক অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন। তিনি বলেন,জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হলো নির্বিচারে গাছ কাটা, যার ফলে অতি বৃষ্টি ও খরার মত প্রাকৃতিক বৈপরীত্য তৈরি হচ্ছে। আমাদের পরিবেশ রক্ষায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা গড়ে তোলা জরুরি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার।
বিতর্ক প্রতিযোগিতার বিষয়,
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক”।
এই বিষয়ে সবুজ দল পক্ষ এবং লাল দল বিপক্ষে যুক্তি উপস্থাপন করে। যুক্তি-খণ্ডন ও বিষয় বিশ্লেষণে তীব্র প্রতিযোগিতায় লাল দল বিজয়ী হয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হন পূজা রানী সরকার।
দলভুক্ত বিতার্কিকরা ছিলেন:পক্ষ দল (সবুজ দল): সুরাইয়া আক্তার মীরা, জান্নাতুল নাঈমা, প্রমিতা কর্মকার (দলনেতা),বিপক্ষ দল (লাল দল): মরিয়ম খাতুন, হারিসুন আক্তার মিম, পূজা রানী সরকার (দলনেতা),বিচারকের দায়িত্বে ছিলেন সেলিনা আক্তার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা লফনাজ পারভিন এবং সিনিয়র শিক্ষক রবিনচন্দ্র লস্কর।উপস্থিত বক্তব্যপ্রতিযোগিতায় বিজয়ী হন:১ম স্থান: নীলা পারভীন (৭ম শ্রেণি),২য় স্থান: আফসানা আক্তার মিম (৬ষ্ঠ শ্রেণি)৩য় স্থান: ইয়াসমিন সুলতানা (৬ষ্ঠ শ্রেণি),
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা জোরদারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন