১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

হিন্দু পল্লিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা

রংপুর গঙ্গাচড়া প্রতিনিধিঃ

পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে রংপুরের গঙ্গাচড়ায় আলদাদপুর ছয়আনি গ্রামের হিন্দু পল্লিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (৩০ জুলাই) দুপুরে গঙ্গাচড়া আমলী আদালতে আসামিদের এনে ৭ দিনের রিমান্ড আবেদন করেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় রিমান্ড আবেদন শুনানীর তারিখ ৩১ জুলাই নির্ধারণ করেন এবং আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।এর আগে, মঙ্গলবার রাতে গঙ্গাচড়া মডেল থানায় ভুক্তভোগী রবীন্দ্র নাথ রায় বাদী হয়ে এক হাজার ২’শ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর ভিডিও ফুটেজ, স্থির ছবি এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ি এলাকার লাভলু মিয়ার ছেলে ইয়াছিন আলী (২৫), নুর আলমের ছেলে স্বাধীন মিয়া (২৮), গোলাম মোস্তফার ছেলে আশরাফুল ইসলাম (২৮), বাবুল খানের ছেলে এমএম আতিকুর রহমান খান আতিক (২৮) ও মোজাম্মেল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন সেলিমকে (২২) গ্রেফতার করা হয়।রংপুর জেলা পুলিশের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, হিন্দু পল্লিতে হামলার ঘটনায় স্থানীয় কেউ জড়িত নয়। স্থানীয় মানুষরা হামলাকারীদের চিনতে পারেনি। নীলফামারীর কিশোরগঞ্জসহ অন্যান্য এলাকার মানুষ এসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। জেলা পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে ৫ আসামিকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলমান।এদিকে ছয়আনি গ্রামের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি মেরামত করা হয়েছে। তাদের খোঁজ-খবর নিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি ও মানবাধিকার সংগঠনগুলো এলাকা পরিদর্শন করেছে। গ্রামের মানুষদের নিরাপত্তার জন্য সেখানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন