২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

হেমন্ত মুখোপাধ্যায়ের ৩৫তম প্রয়াণ দিবস আজ

বিনোদন ডেক্সঃ
‘মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে’ গানটি বেজে উঠলেই আমাদের মনে তিনি শুকতারার মতো জেগে ওঠেন। অমর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের ৩৪তম প্রয়াণ দিবস আজ।
১৯৮৯ সালের ২৬ সেপ্টেম্বর কোলকাতায় মারা যান। মৃত্যুর দুই সপ্তাহ আগেও তিনি ঢাকায় এসেছিলেন। গেয়েছিলেন ‘আমার গানের স্বরলিপি লেখা রবে, আমি যদি আর নাই আসি হেথা ফিরে’। সত্যি, তারপর আর ঢাকায় ফেরা হয়নি শিল্পীর। ‘সুরের আকাশে তুমি যে গো শুকতারা’র শিল্পী নিজেই হয়ে গেছেন সুরের আকাশের ‘শুকতারা’।‘আমিও পথের মতো হারিয়ে যাবো, আমিও নদীর মতো আসবো না ফিরে আর কোনোদিন’-তার গাওয়া এই গানটির মতোই আর ফিরে আসবেন না আর কিন্তু গানগুলো আমাদের মাঝে ফিরে আসবে বারবার।
‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন’, ‘এই রাত তোমার আমার’, ‘আঁধারেরও আছে ভাষা’, ‘ও আকাশ সোনা সোনা’, , `আজ দুজনার দুটি পথ’ ‘তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো’, ‘কেন দূরে থাকো শুধু আড়াল রাখো’, ‘রানার ছুটেছে’, ‘আমার জীবনের এত খুশি এত হাসি’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব’, ‘ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে’, ‘বসে আছি পথ চেয়ে’, ‘আমি দূর হতে তোমারে দেখেছি’, ‘ও আকাশ প্রদীপ জ্বেলো না’, ‘পৃথিবীর গান আকাশ কি মনে রাখে’, ‘যাবার আগে কিছু বলে গেলে না’, ‘আমি ঝড়ের কাছে রেখে গেলাম’, ‘আয় খুকু আয়’, ‘তারপর, তার আর পর নেই’, ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’, ‘মেঘ কালো আকাশ কালো’, ‘কত দিন পরে এলে একটু বসো’, ‘এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম’, ‘শোনো বন্ধু শোনো’, ‘যে বাঁশি ভেঙে গেছে’, ‘এই বালুকা বেলায় আমি লিখেছিনু’, ‘কোনো এক গাঁয়ের বধুর’, ‘আমার গানের স্বরলিপি লেখা রবে’র মতো চিরায়ত গানগুলো কখনোই ভোলা যাবে না।
মুক্তিযুদ্ধের সময় হেমন্ত আমাদের স্বাধীনতার পক্ষে গান করেছিলেন। তার গাওয়া ‘মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে’ গানটি দারুণভাবে অনুপ্রেরণা যুগিয়েছিলো মুক্তিযোদ্ধাদের।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন