১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০ কেজি অপদ্রব্য মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

তাপস কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০ কেজি অপদ্রব্য মেশানো বাগদা চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ সময় অসাধু ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জানা যায়, স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল আবেদীন (পিতা- নওশের আলী) দীর্ঘদিন ধরে বাড়িতে গোপন আস্তানা গড়ে তুলে অধিক মুনাফার আশায় বাগদা চিংড়িতে কৃত্রিমভাবে অপদ্রব্য পুশ করে আসছিলেন। পরে এসব চিংড়ি বিভিন্ন ডিপোতে সরবরাহ করা হতো।

অভিযানে জব্দকৃত চিংড়িগুলো জনসমক্ষে পেট্রোল ঢেলে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় থানার উপ-পরিদর্শক সাব্বির আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন