
রুদ্র ডেক্সঃ
সনাতনীদের ঐতিহ্য ও প্রাচীনতম সংগঠন ‘বাংলাদেশ নাথ সমিতি’ (বানাস)। অত্র সংগঠন শিবগোত্রীয় নাথ সম্প্রদায়ের মঙ্গলার্থে কাজ করে আসছে। বাংলাদেশ নাথ সমিতি ও নাথ কল্যাণ সমিতি একত্রিত হয়ে সংগঠনের একটি কমিটি গঠনকল্পে মতবিনিময়সভা আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. শুক্রবার সকাল ১০ টায় হতে নগরীর আন্দরকিল্লাস্থ শ্রী গুরুধাম-এ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানমালায় বাংলাদেশ নাথ সমিতি ও নাথ কল্যাণ সমিতি একত্রিত হয়ে সংগঠনের প্রথমপর্বে সকল সদস্যদের উপস্থিতিতে ঐক্যমতের ভিত্তিতে মতবিনিময় ও দ্বিতীয়পর্বে কমিটি গঠনকল্পে আলোচনা।
উক্ত মতবিনিময় সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বায়ক অধ্যক্ষ (অবঃ) রতন রঞ্জন নাথ ও সদস্য সচিব শিক্ষক দুলাল কান্তি দেবনাথ আহ্বান জানিয়েছেন।
