২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে ভূমিহীন নেত্রী জায়েদার মৃত্যুবার্ষিকী পালিত

তাপস কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
ভূমিহীন সংগ্রাম কমিটির উদ্যোগে ভূমিহীন নেতা শহীদ জায়দার ২৭ তম মৃত্যুবার্ষিকী ও শহীদ জায়েদার পুত্র আরমান এরশাদ আলমের এলাকায় আগমন উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার জনপদ জায়েদা নগর ময়দানে রবিবার ( ২৭জুলাই) বাদ জোহর প্রথমে দোয়া অনুষ্ঠিত হয়। পরে বিকাল সাড়ে ৪ টায় ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় ও শহীদ জায়েদার স্বামী আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন -উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল,কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমান পাড়,জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম,সাতক্ষীরা জেলা ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি কাওসার আলী, নলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনসার আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমির নেতা সেকেন্দার আলী পাড়, ভূমিহীন নেতা সিরাজুল ইসলাম,ভূমিহীন নেতা আব্দুস সবুর গাজী, আব্দুল গফুর, শরিফুল ইসলাম, সহ স্থানীয় ভূমিহীন , সুধী , সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন