২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে জীপ- অটেরিক্সার সংঘর্ষে এক প্রবাসী নিহত,আহত-২

রফিকুল আলম :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ফেলাগাজী দিঘী নামক স্থানের ত্রি- মোহনায় চাঁদের গাড়ি – সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষের একরাম নামের এক প্রবাসী নিহত ও দুজন আহত হয়েছে। আহতদের মধ্যে মোহাম্মদ একরাম (৩০) চমেক হাসপাতালে মারা যায়। রবিবার ১ অক্টোবর বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।জানা যায়, চট্টগ্রাম- খাগড়াছড়ি মহাসড়কের ফেলাগাজি দিঘী নামক স্থানে নিয়ন্ত্রনহীন জিপ সিএনজি’কে চাপা দেয়। এতে সিএনজি যাত্রী মুহাম্মদ একরাম (৩৫) পিতা,মৃত ছালে আহম্মদ,পশ্চিম আজিমপুর,সুন্দরপুর, মো: শহিদুল (৩০)পিতা- পিতা- মো: মুছা,গ্রাম- লম্বাবিল, হারুয়ালছড়ি ও মো: হারুন (৬৫) পিতা- মৃত-হাফেজুর রহমান,গ্রাম- ধুরুং, ফটিকছড়ি পৌরসভা গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্থানীয় সুন্দরপুর ইউপি চেয়ারম্যান এম শাহনেওয়াজ চৌধুরী জানান,সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে একরাম ও মো: শহিদুলকে চমেক হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী একরাম মারা যায়। তার এক স্ত্রী,৮ বছরের ছেলে ও ৫ বছরের মেয়ে রয়েছে।সে উক্ত ইউনিয়নের পশ্চিম আজিমপুর গ্রামের সেকান্দর মাঝির বাড়ীর জনৈক ছালে আহমদের পুত্র।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন