১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজারহাটে নিয়ম বহির্ভূত খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিয়মবহির্ভূতভাবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করেন খাদ্য বান্ধব কর্মসূচীর তিন পরিবেশক।উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম পয়েন্টে পরিবেশক হাবিবুর রহমান,ডাংরাহাটে পরিবেশক নুরে আলম ছিদ্দিকী ও সুকদেব পয়েন্টের পরিবেশক মহুবুর রহমান খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় তালিকাভুক্ত সুবিধাভোগীর মাঝে সরকারি আদেশ বহির্ভূত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চাল বিতরণ করেন।নিয়ম বহির্ভূত বিতরণে সাংবাদিকদের অনুসন্ধানের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে পরিবেশন কক্ষ বন্ধ করে সটকে পড়েন তারা। পালানোর সময় ডাংরাহাটের পরিবেশক নুরে আলম ছিদ্দিকীর দেখা মিললেও তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের চাল ও ওজনে কম দেওয়ার মাধ্যমে বাড়তি মুনাফা করার উদ্দেশ্যেই এভাবে নিয়ম ভেঙে বিতরণ করা হয়।রতিগ্রাম বাজারে খাদ্য বান্ধব কর্মসূচীর পরিবেশক হাবিবুর রহমান বিতরণের সত্যতা নিশ্চিত করে বলেন গতকাল ট্যাগ কর্মকর্তার এন্ট্রি করা কয়েকজনকে চাল বিতরণ করেছি।আজকের তারিখে সুবিধাভোগীর কার্ডে স্বাক্ষর ও সীল দেয়া সম্পর্কে জানতে চাইলে? বলেন তারিখ বা ক্যালেন্ডারে ভুল করতে পারে।এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আবু তাহের বলেন, “আজ চাল দেওয়ার কোনো সরকারি নির্দেশনা ছিল না। যারা নিয়ম ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”রাজারহাট উপজেলার দায়িত্বপ্রাপ্ত টিসিএফ মোছা: মাসুদা বেগম বলেন,বৃহস্পতিবার বিতরণ ছিলনা,গত মাসের বাজেট শেষের দিকে বিতরণ করা হয়েছে, ওই ধারাবাহিকতায় আজকে বিতরণ করেছে।নিয়ম বহির্ভূত বিতরণ ও অনিয়ম দুর্নীতি দেখা দিলে কি পদক্ষেপ গ্রহণ করবেন জানতে চাইলে ? তিনি পরিবেশক’কে ব্যাখা তদল করব।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন