১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদকাসক্ত এক চাচার দায়ের কোপে ৪ বছরের শিশুর মৃত্যু

মোঃ ইকবাল মোরশেদ :

কক্সবাজারের রামুর ঈদগড়ে মাদকাসক্ত এক চাচার হাতে রাইসা মনি রাহী নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।জানা যায় গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে ঈদগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর শরীফপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত শিশু ঈদগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খুইট্টার শিয়া মোহাম্মদ শরীফ পাড়ার নুরুল আজিমের মেয়ে। ঘাতক আপন চাচা নুরুল হাকিমের দা’র কোপে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার জানান, অভিযুক্ত চাচা মোঃ নুরুল হাকিম (২৫) দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সাথে বাগবিতণ্ডা করতো। আজ বিকেলেও মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে উঠোনে খেলা করার সময় ভাতিজিকে দা’র কোপ দেয়। এসময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার তদন্ত ওসি মোঃ শেখ ফরিদ জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন