১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতক্ষীরার শ্যামনগরে মন্দির ও শ্মশান থেকে চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার, যুবক আটক

তাপস কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার নকিপুর এলাকায় মন্দির ও মহাশ্মশান থেকে চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় শেখ সাইফুল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নকিপুর মাজাট গ্রামের শেখ জাকির হোসেনের ছেলে। মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় এবং বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয়।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, উদ্ধারকৃত সরঞ্জাম নকিপুর ব্রহ্মাণপাড়া কৃষ্ণ মন্দির ও নকিপুর মহাশ্মশান কমিটির সভাপতি ও সম্পাদককে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক শেখ সাইফুলকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৯ই মার্চ রাতে নকিপুর ব্রহ্মাণপাড়া কৃষ্ণ মন্দিরের তালা ভেঙে পিতল, কাঁসা ও দস্তার তৈরি বিভিন্ন জিনিসপত্র চুরি হয়। কয়েক দিন পর একই এলাকার নকিপুর মহাশ্মশান থেকে মোটরও চুরি হয়েছিল।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন