১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা, মেয়ে-জামাতাসহ আটক ৪

তাপস কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মাকে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ে, জামাতা ও নাতনিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার কাকশিয়ালী গ্রামে। নিহত ফাতেমা বেগম ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী।পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফাতেমা বেগমের সঙ্গে তার কন্যা খালেদা বেগমের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন বিকেলে খালেদা বেগম তার স্বামী আফজাল হোসেন, মেয়ে সাজেদা, সুমাইয়া ও ছেলে আব্দুল্লাহকে নিয়ে মায়ের বাড়িতে যান। একপর্যায়ে বাকবিতণ্ডার জেরে তারা সবাই মিলে ফাতেমা বেগমকে লাঠি দিয়ে বেধড়ক প্রহার করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় তারা।স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের বোন সেলিনা বেগম বাদী হয়ে মেয়ে খালেদা বেগম, জামাতা আফজাল হোসেন, নাতনি সাজেদা ও সুমাইয়ার নামে থানায় হত্যা মামলা (নং-৪) দায়ের করেন।

কালিগঞ্জ থানার সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে র‍্যাব আশাশুনি এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে। পরদিন বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত চারজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে মামলা তদন্ত দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।”স্থানীয় এলাকাবাসীর দাবি, একটি তুচ্ছ পারিবারিক বিরোধের জেরে মাকে হত্যা করার মতো নৃশংস ঘটনা মানবতাকেও লজ্জিত করেছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন