
রুদ্র ডেক্সঃ
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার শতবর্ষী বিদ্যাপিঠ আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়। বর্তমানে নানান অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত ১৯১৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি। জানা যায়, গত ৭ মার্চ বিদ্যালয় পরিচালনা কমিটির মাসিক সভায় বিদ্যালয়ের শিক্ষক মাওলানা রবিউল হোসেন নিজামীকে আরো দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। যাহা আইন বর্হিভূত, কারন বাংলাদেশ সরকারের বেসরকারি শিক্ষা প্রতিষ্টানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালার ২০১৮ সালের ধারা -১১/৬ পরিপন্থী।বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষক রবিউল হোসেন নিজামীর ১ মার্চ ১৯৬৪ সালে জন্ম এবং অত্র বিদ্যালয়ে যোগদান করেন ১ জানুয়ারি ১৯৮২ সালে। আইন অনুযায়ী ৬০ বছর বয়স পূর্ণ হলে অবসরে যেতে হবে। বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও সচেতন মহল অভিযোগ করে বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল ক্ষমতাসীন দলের নেতা হওয়ায়, কোন আইন-কানুনের তোয়াক্কা করেন না।এই বিষয়ে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মর্জিনা আক্তার মুঠোফোনে যোগাযোগ করলে বিষয়টি নিশ্চিত করেন। আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা আরো বলেন, কমিটির সদস্যরা সরকার দলীয় নেতা হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। যাহা সিদ্ধান্ত নেন তাহা আইন।
