তাপস কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা রূপালী ব্যাংক শাখায় ঘটেছে অভিনব প্রতারণার ঘটনা। ব্যাংকের পুরোনো মালামাল ক্রয়ের ফাঁদে ফেলে এক প্রতারক ম্যানেজারের সামনেই ভাঙাড়ি ব্যবসায়ী বাবলু গাজীর কাছ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই প্রতারক ব্যাংকে এসে ম্যানেজার ফিরোজ হোসেনকে জানায় সে নাকি ব্যাংকের পুরোনো মালামাল ক্রয় ও কোটেশনের কাজে এসেছে। যাচাই-বাছাই ছাড়াই ম্যানেজার তালিকা সরবরাহ করে এবং পিয়ন আব্দুল কাদেরকে মালামাল দেখাতে পাঠান। পরবর্তীতে স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে ডাকা হলে তিনি অর্থ সংকটে তার মহাজন বাবলু গাজীকে খবর দেন।
ব্যবসায়ী বাবলু গাজী আসার পর প্রতারক দ্রুততার সাথে তার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে জানায়, বাকি টাকা ও মাপার মিটার আনতে হবে। টাকা আনতে বাইরে যাওয়া সুযোগে প্রতারক ব্যাংক থেকে অদৃশ্য হয়ে যায়। বাবলু গাজী ফিরে এসে আর তাকে পাননি।ঘটনার পর ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রতারক ম্যানেজারের সামনেই টাকা গ্রহণ করছে। কিন্তু প্রতারণার ঘটনায় ব্যাংক ম্যানেজারের কোনো পদক্ষেপ না নেওয়ায় গ্রাহক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।এ বিষয়ে ব্যাংক ম্যানেজার ফিরোজ হোসেন দাবি করেন, প্রতারক প্রথমে কেবল পুরোনো মালামালের তালিকা নিয়েছিল এবং কোটেশন শেষে ঢাকায় টেন্ডার করতে যাবে বলে জানিয়েছিল। টাকা নেওয়ার বিষয়টি তার অজানা বলে তিনি জানান।