নিজস্ব প্রতিদেবন :
জাগো সনাতন সংগঠনের উদ্যোগে গত ২৩ আগস্ট ২০২৫ শনিবার নগরীর উত্তর কাট্টলী সেবাখোলা মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বৈদিক কর্মশালা সংগঠনের সভাপতি কিশোর দেয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী ও বৈদিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কিশোর কুমার আচার্য্য, প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন সাংবাদিক বিপ্লব কান্তি নাথ, সাধারণ সম্পাদক রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ, বাংলাদেশ, কেন্দ্রীয় সংসদ, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবিয়াল হরিপদ দেয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডালিম আচার্য্য, সুপন বড়ুয়া, নবেল তালুকদার ও সুপন দাশ বাপ্পা। বৈদিক কর্মশালায় প্রধান আলোচক ছিলেন পণ্ডিত অরুন দেবনাথ, সভাপতি রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ, বাংলাদেশ, কেন্দ্রীয় সংসদ।অনুষ্ঠানে সনাতন শাস্ত্রতত্ত্ব ও বৈদিক জ্ঞানের উপর আলোচনায় পণ্ডিত অরুন দেবনাথ বলেন, গীতা ও বৈদিক দর্শন মানুষের নৈতিকতা, আত্মশক্তি ও সমাজগঠনে গুরুত্বপূর্ণ সহায়ক।সংগঠনের পরিচালক শ্রীমান কিশোর দেয়ারী অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে বলেন, আমরা চাই তরুণ প্রজন্ম সনাতন ধর্মের মূল দর্শন ও গীতার আলোকে জীবনকে গড়ে তুলুক। এ ধরনের কর্মসূচি শুধু ধর্মীয় নয়, বরং সমাজে মানবিকতা ও সত্যকে প্রতিষ্ঠার এক মহান প্রয়াস।" জাগো সনাতন সংগঠন ভবিষ্যতেও এভাবে সমাজে আধ্যাত্মিক জাগরণ ছড়িয়ে দেবে এমনটিই প্রত্যাশা।