নাটোর প্রতিনিধি:
নাটোরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে একটি চানাচুর কারখানাকে জরিমানা করা হয়েছে।গত রবিবার (২৪ আগস্ট, ২০২৫) জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন, নাটোর ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে মান সনদ ছাড়াই এবং মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে চানাচুর (ব্র্যান্ড—শ্যামলী) উৎপাদন ও বিপণন করায় ছাতনী এলাকার শ্যামলী ফুড প্রডাক্টস (প্রোঃ প্রসাদ কুমার ঘোষ) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।একই অভিযানে সদর এলাকার নাটোর বেকারি (প্রোঃ বিটু ঘোষ)-এর উৎপাদিত চানাচুরের জন্য দ্রুত সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেওয়া হয়।মোবাইল কোর্টটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ সালাউদ্দিন।এ অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।