তাপস কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চা ও দুর্নীতিবিরোধী সচেতনতা জাগ্রত করতে অনুষ্ঠিত হলো বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন , কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,করেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক মাওলানা আনোয়ারুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক মাহবুবুর রহমান, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম, নলতা শরীফ প্রেসক্লাবের প্রচার সম্পাদক আবুল হুসাইনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজনে বক্তারা সততা, মূল্যবোধ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।