নিজস্ব প্রতিবেদক :
নাটোর জেলা সদরে মান সনদ ছাড়াই পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৮ আগস্ট) জেলা প্রশাসন, নাটোর ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।আদালত সূত্রে জানা গেছে, মান সনদ গ্রহণ না করে ও মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে সরিষার তেল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দেব অয়েল মিল (প্রোঃ বিরাজ দেব সাধন), হাজরা, নাটোর সদরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আরিফ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি (প্রোঃ রনো), ভাটুদড়া, নাটোর সদরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ শামীম হোসেন।এ সময় বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন সহযোগিতা করেন।বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।