রতন রায় রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রাজারহাট উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮-৮-২৫ ইং( সোমবার) সকাল ১০:৩০ ঘটিকায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল ইমরান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ আসাদুল হক সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা গোলাম রসূল রাখী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ রহমত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা-এমদাদুল হক, রাজারহাট উপজেলার প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন, আকবর আলী, মোশাররফ হোসেন,সেকেন্দার আলী লিমন ,উদ্যোক্তা মৎস্য চাষী -মাহবুবুর রহমানসহ অনেকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন, মোঃ আসাদুল হক সহকারী কমিশনার (ভূমি), মৎস্য কর্মকর্তা:এমদাদুল হক, স্বাস্থ্য কর্মকর্তা -উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা গোলাম রসূল রাখী,প্রাণী সম্পদ কর্মকর্তা- রহমত আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন, সাংবাদিক সিকান্দার আলী লিমন প্রমূখ।আলোচনা সভায় মৎস্য চাষের উন্নয়ন, আধুনিক পদ্ধতির প্রসার ও মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় মৎস্য চাষে অবদান রাখায় স্থানীয় উদ্যোক্তা ও চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।মোঃ আসাদুল হক সহকারী কমিশনার (ভূমি) বলেন, "মৎস্য সেক্টরে আত্মনির্ভরশীলতা অর্জনে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে।" তিনি মৎস্য চাষীদের প্রশিক্ষণের সহায়তা বাড়ানোরও প্রতিশ্রুতি দেন।