রতন রায় রাজারহাট( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে খাদ্যবান্ধব কর্মসূচি এর ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সর্বসাধারণ । আজ ৩১ জুলাই ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ কর্মসূচির সাফল্য ও স্বচ্ছতা নিয়ে আলোচনা করা হয়। সকাল সাড়ে ১০টায় রাজারহাট উপজেলা মডেল মসজিদের হলরুমে শতশত মানুষের উপস্থিতিতে লটারির মাধ্যমে ২৮ জন ডিলার নির্বাচন করা হয়। এই লটারি কার্যক্রম পরিচালিত হয় সরাসরি প্রত্যক্ষদর্শীদের সামনে, যাতে কোনো অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ না থাকে।ডিলার পদপ্রত্যাশীরা জানান, সব কিছু অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। এতে তারা সন্তুষ্টি প্রকাশ করেন উপজেলা প্রশাসনের স্বচ্ছতা ও জনসাধারণের আস্থা রক্ষার এই প্রচেষ্টা স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর কাছে সহজলভ্য মূল্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া এই উদ্যোগের মূল লক্ষ্য।মোঃ আল ইমরান বলেন, "ডিলার নিয়োগে আমরা সম্পূর্ণ পদ্ধতিগত স্বচ্ছতা বজায় রেখেছি, যাতে প্রকৃত প্রার্থীরাই এই সুযোগ পান। জনগণের তৃপ্তিই আমাদের সাফল্য।রাজারহাটবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এই কর্মসূচি আরও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।