তাপস কুমার ঘোষঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের পিরোজপুর খালপাড় এলাকায় চুরির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ এক চোরকে আটক করে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত গভীর রাতে।স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুই চোর একটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টা চালায়। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। ধাওয়ার মুখে একজন পালিয়ে গেলেও অন্য একজনকে আটক করে জনতা। আটককৃত চোরের নাম মো: সাকিব হাসান (২০), সে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। পলাতক চোর একই গ্ৰামের হাফিজুর ইসলাম নামের একজন কৌশলে পাল পালিয়ে যায়।আটকের সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (চাকু) উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকাবাসী তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য প্রশাসনকে অবহিত করেন।