রংপুর গংগাচড়া প্রতিনিধি :
যাত্রী নিয়ে বড়াইবাড়ি থেকে রংপুরের গঙ্গাচড়া বাজারের দিকে যাচ্ছিল যাত্রীবাহী অটো,আর কোলকোন্দ ইউনিয়নের মরিয়ম ছিল্লানির মাজার হতে মন্থনার দিকে যাচ্ছিল বালুভর্তি মাহিন্দ্রা। পথিমধ্যে বড়বিল ইউনিয়নের নবরকুড়া ব্রিজের পাশে রাস্তায় বালু ভর্তি মাহিন্দ্রা ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়।আহতরা হলেন বড়বিল মনিরামের সাজু মিয়া(৫০),আলমবিদিতর তুলসীরহাটের লিজু(৩৫) ও আলমবিদিতর কুতুবেরহাটের রেজাউল(৫০)। পালিয়ে যাওয়ার সময় বালুভর্তি মাহিন্দ্রাকে মন্থনা বাজারে আটক করেছে জনতা। এসময় পালিয়ে গেছে ড্রাইভার।প্রত্যক্ষদর্শী নয়ন জানান, ঘটনাস্থলের পাশেই জমিতে কাজ করতেছিল সে।একটা বালুভর্তি মাহিন্দ্রা এসে সরাসরি অটোতে ধাক্কা দিলে নিমিষেই দুমড়ে মুছড়ে যায় অটোটি। ছয়জন যাত্রী নিয়ে বড়াইবাড়ি থেকে গঙ্গাচড়ার দিকে যাচ্ছিল অটোটি।ছয় জনের মধ্যে সবাই আহত হলেও গুরুতর আহত পাঁচজন এর মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।উদ্ধারকারী হানিফ জানান,তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।চিকিৎসার জন্য প্রথমে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুর মেডিকেলে প্রেরণ করে,একজনের অবস্থা খুবই খারাপ-চিকিৎসা চলছে।গঙ্গাচড়া মডেল থানার বড়বিল ইউনিয়ন বিট অফিসার এসআই আজিবুর রহমান জানান, সংবাদ শোনার সাথে সাথেই ঘটনাস্থলে আসি।গুরুতর অসুস্থ ব্যাক্তিদের চিকিৎসা চলছে।অটো এবং মাহিন্দ্রা জিম্মায় নিয়েছি।অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।